এনামুল হক রাশেদী (জনপদ প্রতিনিধি): পশ্চিম বাঁশখালীর ঐতিহ্যবাহী সুপ্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বড়ঘোনা রহমানিয়া মাদ্রাসার শতবর্ষ উদযাপন উপলক্ষে গঠিত অাহ্বায়ক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকাল ৩ টায় পশ্চিম বড়ঘোনা রহমানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাবিদ ও সমাজসেবক অালহাজ্ব মাওলানা অাবুল হোছাইন।
মাওঃ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উম্মুক্ত অালোচনায় অংশগ্রহন করেন অাহ্বায়ক কমিটির সদস্য সমাজসেবক মাওঃ মোকতার হোসেন সিকদার, মোরশেদুল অালম, মাওঃ মুহিব্বুল্লাহ, সাংবাদিক এনামুল হক রাশেদী, মাওঃ মোহাম্মদ অালী, মাদ্রাসা সুপার মাওঃ মুজিবুর রহমান, মাস্টার শওকত মিয়া, সাবেক ইউপিএম রিদুয়ানুল হক, সমাজসেবক জাকের হোসেন, ব্যবসায়ী শামসুল অালম, মাওঃ অাবুল হোসেন, মাওঃ জহিরুল ইসলাম, মাস্টার অাবুল বশর, বদরজ্জমান সিকদার, মাওঃ অাশরাফ অালী, মাওঃ ফরিদুল ইসলাম প্রমুখ।
সভায় অাগামী বছরের ফেব্রুয়ারী মাসে অত্যন্ত ঝাঁকজমকভাবে বর্ণিল অায়োজনে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির শতবর্ষ উদযাপন সুচারুরুপে সম্পন্ন করার জন্য সার্বিক বিষয়ে বিশদ অালোচনা সাপেক্ষে অায়-ব্যয়ের বাজেট নির্ধারন, একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন এবং বিভিন্ন উপ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
সর্বশেষে প্রস্তুতি কমিটির পক্ষ থেকে বিগত ১০০ বছরে অত্র মাদ্রাসায় অধ্যয়ন করে যারা এখনো জীবিত অাছেন এবং স্ব স্ব পেশায় নিয়োজিত থেকে দেশ বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করতেছেন তাদের সরাইকে নিজ দায়িত্বে মাদ্রাসার অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।
বাঁশখালীজনপদ২৪.কম/রানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন