নিজস্ব প্রতিবেদক: বাঁশখালী উপজেলার অন্তর্গত ৮২ নং শীলকুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্কুল সংলগ্ন প্রধান সড়কে দীর্ঘ বিজয় র্যালী পরবর্তী আলোচনা সভা বিদ্যালয় মিলণায়তনে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাশরিফ উল্লাহ এর পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলকুপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ রাহুলপ্রিয় মহাস্থবির, শিক্ষানুরাগী ভূপাল বড়ুয়া, কায়েশ সরওয়ার সুমন, জয়নুল আবেদিন রিপন, শিলকুপ ইউপি সদস্যা রাবেয়া বেগম। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, মহান বিজয় দিবস বহু রক্ত ঝরা আন্দোলনের পথ ধরে এসেছে। সোলতানী আমলে দিল্লীর আধিপত্যের বিরুদ্ধে এই জনপদের স্বাধীনতা প্রিয় মানুষ বার বার বিদ্রোহের ঝান্ডা উড়িয়েছে। মোঘলদের বিরুদ্ধে লড়াকু ইতিহাস যুগ যুগ ধরে প্রেরণা যোগাবে আমাদের। ব্রিটিশ বিরুধী সংগ্রামের উর্বর ভূমি আমাদের দেশ। বহু আশা করে পূর্ব বাংলার মানুষ পাকিস্তান রাষ্ট্র গঠনে রেখেছিল সংগ্রামী ভূমিকা। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার গোড়াতেই পশ্চিম পাকিস্তানী স্বার্থান্বেষী গোষ্ঠির বিমাতাসূলভ আচরণের শিকার হলো পূর্ব বাংলার মানুষ। যার প্রেক্ষিতে গণমানুষের ইচ্ছায় রচিত হলো ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট সরকার, শিক্ষা আন্দোলন, ছয়দফা, গণঅভ্যুত্থ্যান, ৭০এর নির্বাচন ও ৭১ এর সর্বাত্মক যুদ্ধ। চির অম্লান থাকবে এ দেশবাসীর বীর মুক্তিযৌদ্ধাদের ত্যাগের ইতিহাস। বিজয় দিবসের শপথ হোক ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ, পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বাঁশখালীজনপদ২৪.কম/রানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন