বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে শতভাগ পাশের রেকর্ড করলো বায়তুল ইরফান আদর্শ মাদরাসা

জনপদ ডেস্ক: এবারের ২০১৮ সালের ইবতোদায়ি সমাপনী ও দাখিল জেডিসি'র পাবলিক পরিক্ষায় শতভাগ পাশের রেকর্ড করলো বাঁশখালী পৌরসদরস্ত উত্তর জলদী ভাদালিয়া হারুন বাজার সংলগ্ন 'বাইতুল ইরফান আদর্শ মাদরাসা'। চলমান শিক্ষাবর্ষ'১৮ এর  ইবতেদায়ি শিক্ষা সমাপনি পরিক্ষায় বরাবরের মতো এবারও শতভাগ পাশের সাফল্যে ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

এবারের সমাপনী পরিক্ষায় মাদরাসাটির ৬২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রণ করেন। এতে ১১জনের "এ"প্লাস অর্জনের মধ্য দিয়ে বাঁশখালীতে মাদরাসা পর্যায়ে সর্বোচ্চ এ প্লাস প্রাপ্ত প্রতিষ্ঠানের স্বাক্ষর রাখেন। "এ প্লাস" প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মো. আবু বকর, আসলামুল হক, আকিবুল ইসলাম আহাদ, সিরাজাম মুনিরা মরজান, তছলিমা আকতার মাইমুন, জান্নাতুন নাঈম, তামিমা বিনতে হুদা, মরজিয়া খোরশেদা চৌধুরী, আমেনা বেগম, শিফা আকতার, রিয়াজুল জান্নাত।৪৬ জনের "এ''গ্রেড এবং ৫ জন "এ"মাইনাস সহ শতভাগ পাশের রেকর্ড করেন মাদরাসাটি।

অন্যদিকে জেডিসি পরিক্ষায় ৩৬ জন পরিক্ষার্থীর মধ্যে ৩০জন "এ"গ্রেড, ৫ জন "এ"মাইনাস এবং ১জনের "বি"গ্রেড সহ ৩৬ জনই পাশ করেন।

মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক জানান, প্রতিবছরের ন্যায় এবছরও বায়তুল ইরফান মাদরাসা কৃতিত্বের স্থান অর্জন করেছে। স্থানীয় অভিবাবক সহ সকলেই এই কৃতিত্বের জন্য শিক্ষকদের অান্তরিক প্রচেষ্টার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.