বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

৩য় বারের মত বাঁশখালীতে স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি পরিক্ষা'১৮ সম্পন্ন



নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি প্রকল্প এর ৩য় তম মেধাবৃত্তি পরিক্ষা'১৮ গন্ডামারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও আল-কোরআন মডেল একাডেমী সহ পশ্চিম বড়ঘোনা রহমানীয়া দাখিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় গন্ডামারা-বড়ঘোনা ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ বৃত্তি পরিক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদরাসার 
৩৪২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

উপজেলার গন্ডামারা-বড়ঘোনা এলাকার বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংগঠন  গন্ডামারা বড়ঘোনা ছাত্রপরিষদের উদ্যোগে ৩য় বারের মতো এবার এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সার্বিক তত্বাবধায়ক ছিলেন স্বপ্নকুড়ি মেধাবৃত্তি প্রকল্পের চেয়ারম্যান মুহাম্মদ ইমরানুল কবির, সহযোগী তত্বাবধায়ক স্বপ্নকুড়ির সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম। এসময় হল পরিদর্শনে ছিলেন স্বপ্নকুড়ির প্রধান উপদেষ্টা গন্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, উপদেষ্টা মো. হুমায়ুন কবির সহ স্থানীয় শিক্ষানুরাগী ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃত্তি পরিচালক ইমরানুল কবির জানান, 'অনুষ্ঠিত মেধাবৃত্তি পরিক্ষায় উপজেলার ৩৫ টির অধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ পরীক্ষা কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হিসেবে অনন্য ভূমিকা পালন করবে।' এদিকে ৩য় বারের মত অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবক মহল।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.