জনপদ ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাঁশখালী শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে এককালীন শিক্ষা উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। সোমবার (১৩ মে) অনুষ্টিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এভিপি ও শাখা প্রধান এম. কবির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেশন্স সাহাব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইশতিয়াক আহমদ, শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম।
মেধাবী শিক্ষার্থীদের পক্ষ হতে অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন তাজকিয়া মাশিয়াত তুনাজ ও সাইফুল অাজম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের কর্মকর্তা মুহসিন উদ্দীন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরডিএস অফিসার রাশেদুল ইসলাম। এসময় শাখার আওতাধীন পল্লী উন্নয়ন প্রকল্প সদস্যদের ৫৪ জন মেধাবী সন্তানদেরকে এককালীন শিক্ষা উপহার, ২ জন মেধাবী সন্তানদেরকে শিক্ষাবৃত্তি বিতরণ ও সবার মাঝে নাস্তা বিতরণ করা হয়। সার্বিক অনুষ্টান তত্বাবধান করেন প্রকল্প কর্মকর্তা আবু সুফিয়ান ও সহকারী প্রকল্প কর্মকর্তা মু.বদরুদ্দোজা।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন