জনপদ ডেস্কঃ আল্লামা নুর মুহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালী উপজেলার বাহারছড়া পুর্ব রত্নপুর আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসা মিলনায়তনে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। সোমবার (১৩ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত ইফতার সামগী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা নুর মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ওসমান গণি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম কিবরিয়া, মুহাম্মদ হেলাল, মাওলানা অকি উদ্দীন, মাওলানা আমির হোসাইন, মাওলানা তকি উদ্দীন, হাফেজ জাহেদ, মুহাম্মদ ইউসুফ, আবদুল মতলব মাঝি, মুহাম্মদ মনসুর প্রমুখ।
ফাউন্ডেশনের উদ্যোগে এতে ২ শতাধিক পরিবারের মধ্যে চোলা, মুড়ি, চিড়া, তৈল ও চকিনী সেমাই খেজুরসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত শীত মৌসুমেও এলাকার প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে এই সংগঠনের উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
-প্রেসরিলিজ||
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন