ইসলামী যুব আন্দোলন বাঁশখালীর উদ্যোগে আদর্শ কল্যাণরাষ্ট্র বিনির্মাণে যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় উপজেলা সদরস্থ গ্রীনচিলি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশিষ্ট আলেম, সংগঠক, রাজনীতিক ও চিন্তাশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিকাল ৩ টায় শুরু হওয়া অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী। এতে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আল্লামা ডক্টর বেলাল নূর আজিজী, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলার সেক্রেটারি মাওঃ জসিম উদ্দিন মিসবাহ, বাঁশখালী ওলামা পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, ভাদালিয়া বায়তুল ইরফান আদর্শ মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা কামাল উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, বাঁশখালী যুব কাফেলার আহবায়ক মাওঃ নসিম হামেদী, মুবারক হোসাইন আসিফ, মাস্টার মু. মিসবাহ উদ্দিন আরেফী, মাওলানা এহছান উল্লাহ, ছাত্র নেতা মুহাম্মদ আব্বাস উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলার সভাপতি মাওলানা এস এম ফয়জুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রটারী মাওলানা কেফায়েতুল্লাহ।
সবশেষে ইফতারের পূর্বে সংগঠনের দ্বি-বার্ষিক পরিকল্পনা পাঠ করে দেশ ও জাতির উন্নতি, বরকত ও বিপদমুক্তি কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়। -(প্রেস বিজ্ঞপ্তি)।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন