বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া! শীগ্রই ব্যবস্থা নেয়া হবে: ওসি রেজাউল করিম

মুহাম্মাদ সাঈদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে দীর্ঘদিন ধরে দু-গ্রুফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলাগুলির ঘটনা যেন নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময় অস্ত্রের প্রকাশ্যে মহড়া দেখা যাচ্ছে দু-গ্রুফের মধ্যে। কিছুদিন যেতে না যেতেই  রক্তপাত, হতাহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এখন সরল ইউনিয়ন যেন এক আতংকের নাম। বেশ কয়েকদিন আগেও মেম্বার জাফর আহমেদ গ্রুপ ও নুর মোহাম্মদ গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। সম্প্রতি ১৪ জুন শুক্রবারে পূনরায় একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহতও হয়েছে। 

প্রায় সময় দুই গ্রুপের মধ্যে রামদা,অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয় ওই এলাকায়। সম্প্রতিক প্রকাশ্যে অস্ত্র মহড়ার একটি স্পষ্ট ভিডিও ফুটেজও সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়। যা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সোস্যাল মিডিয়া জুড়ে।

সাধারণ জনগণের প্রশ্ন এত অস্ত্রের উৎস কোথায়, মনে হয় যেন ওখানে অস্ত্রের কারখানা বা অস্ত্র তৈরি হয়। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরগণের কোন উল্লেখযোগ্য ভূমিকা পরিলক্ষিত নয়। প্রশাসনের ভূমিকাও যেন রহস্যজনক এমনটি ভাবেন স্থানীয় সাধারণ জনগণ। 

এ বিষয়ে সরল ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিমের কাছে জানতে চাইলে মুঠোফোনে তেমন কিছু  বলতে চায়নি তিনি।স্থানীয় চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীর এর কাছে জানতে চাইলে মুঠোফোনে বলেন, সরল ইউনিয়নের উপকুলীয় এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এধরনের আধিপত্য বিস্তারের ঘটনা খুব দুঃখজনক। এ বিষয়ে আমি প্রশাসনকে জোরালোভাবে অবগত করেছি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, আমি বাঁশখালীতে এসেছি সবেমাত্র। অনেক কিছু অজানা থাকলেও দ্রুত আমি তথ্য নিচ্ছি এ বিষয়ে।বাঁশখালীর কয়েকটি এলাকায় অপরাধীদের আধিপত্য ও অপকর্মের সংবাদ পাচ্ছি। সম্প্রতি ১৪ জুন শুক্রবার সরল ইউনিয়নে এমন আধিপত্য নিয়ে ভয়াবহ গুলাগুলির মাধ্যমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনায় জড়িত  অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজসহ আরো ভয়াবহ সংবাদ পেয়েছি দ্রুত কঠোরভাবে ব্যবস্থা নিবো।

বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.