বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী টাইমসের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বাঁশখালী টাইমস-উৎসব শপিংমল  ইসলামী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৭ জুন অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক আরকানুল ইসলামের সঞ্চালনায় এতে  সভাপতিত্ব করেন বাঁশখালী টাইমস সম্পাদক আবু ওবাইদা আরাফাত। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব। 
বিশেষ অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও উৎসব শপিংমলের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট মোহাম্মদ আবু নাসের।

মিশকাত উদ্দিন রুবেলের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ শোয়াইব। পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন প্রথম পর্বের প্রথম পুরস্কার বিজয়ী ইনতিজামুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন এম আইয়ুব বলেন- 'উপজেলাভিত্তিক কমিউনিটি নিউজ পোর্টাল হিসেবে বাঁশখালী টাইমস উত্তরোত্তর ভালো করছে। পবিত্র মাসে ইসলামী কুইজ আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি৷ গণমাধ্যমগুলো এভাবে গণমানুষের সাথে সংযোগ-সম্প্রীতি বজায় রাখুক।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ নাসের বলেন - 'বাঁশখালীতে আধুনিক পণ্যসেবা দেয়ার লক্ষ্যেই উৎসব শপিংমলের যাত্রা। বাঁশখালী টাইমসের যেকোন সৃজনশীল উদ্যোগে আমরা এবারের মতো ভবিষ্যতেও পাশে থাকবো।'

রমজান মাসে তিন পর্বে মোট ৯ জন বিজয়ীকে মহামূল্যবান বই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- ইনতিজামুল ইসলাম, হাসানুজ্জামান চৌধুরী সায়েম, হাফেজ শোয়াইবুল ইসলাম, মেহেরুন্নেছা, তারেক মুহাম্মদ বোরহান, আদিল বিন আজাদ, সানজিদা হাবিব, হুমায়রা হক, আফনিন জান্নাত।

প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.