বাঁশখালীজনপদ:::
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী থানা শাখার শীলকূপ ৩ নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার শীলকূপ মধ্যম মনকিচর মহল্লাপাড়া স্থানীয় মাঠে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শীলকূপ ইউনিয়ন জামায়াতের আমীর মাও হোছাইন আহমদ কাশেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ মাও বদরুল হক।
প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ বদরুল হক বলেন, 'যারা ইসলামের কথা বলেছে, দ্বীন প্রচারে জীবনকে বিলিয়ে দিয়েছে তাদের কে এদেশের নাস্তিক্যবাদী ও পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের ইন্দনে ফাঁসি দেওয়া হয়েছে।অনতিবিলম্বে অপরাধিদের বিচারের কাঠগড়ায় দাড় করাতে বলেন। সকল আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উপদেষ্টা প্রধানের কাছে 'প্রাইমারী থেকে মাস্টার্স ডিগ্রী পর্যন্ত কোরআন'কে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার' দাবি জানান তিনি।'
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ, বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জোবাইর আহমদ।
শীলকূপ জামায়াতের সেক্রেটারী রবিউল আলমের সঞ্চালনায় মাহফিলে প্রধান মুফাচ্ছিরের আলোচনা পেশ করেন বাংলাদেশ মজলিসুল মাফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারী আল্লামা মাহমুদুর রহমান দিলাওয়ার। বিশেষ বক্তার আলোচনা করেন মাও আবু ছালেহ মুহাম্মদ জোবাইর, মাও আমির হোসাইন জিহাদী।
এ সময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- চাম্বল জামায়াতের আমীর সৈয়্যদ মর্তুজা আলী চৌধুরী, প্রবীন জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ, চট্টগ্রামস্থ হিল ভিউ জামে মসজিদের খতিব মাও মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলী নেওয়াজ চৌধুরী ইরান, জাফর আহমদ, মাও জাহেদুল ইসলাম, রেজাউল করিম, আনিছুল আযম, মাহফিল পরিচালনা কমিটির পরিচালক মাও হামিদ উল্লাহ্, মো. লোকমান হাকিম।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন