বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

জাহাঙ্গীর আলমের কবিতা 'ভেজাল'


           ভেজাল

-মোহাম্মদ জাহাঙ্গীর আলম

ভেজাল মানুষ ভেজাল খাবার
দেশ ভরেছে ভেজালে,
মানবতা থমকে আছে
ভেজাল পণ্যের আড়ালে।


ফল পাকাতে পঁচন রোধে
দিচ্ছে নাকি ফরমালিন,
নকল পণ্যে দেশ ছেয়েছে
এইভাবে আর কতদিন?


যে ওষুধে বাঁচবে জীবন
সারবে ব্যাধি রোগ বালাই,
আমার দেশে সে খাতটিও
নকল থেকে নাই রেহাই।


সবচে বেশি গ্রাস করেছে
জাঙ্কফুড আর মাছবাজার,
নৈতিকতা বিলুপ্ত আজ
সে কথা কী বলব আর!


বিজ্ঞাপনের কারিশমাতে
ঠকছি মোরা সারাক্ষণ,
আসল নকল পরখ নাহি
জর্জরিত এ জীবন।


দিনের বেলা সাধু সেজে
রাতে পণ্যে দেয় ভেজাল,
খাটি মানুষ বড়ই বিরল
সময় খারাপ আজকাল।









-মো. জাহাঙ্গীর আলম
সহকারী শিক্ষক- পশ্চিম বাঁশখালা সরকারী প্রাথমিক বিদ্যালয়

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.