বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

আলোকিত রায়ছটা অলম্পিকে কমল কলি স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন ট্রপি তুলে দিচ্ছেন প্রধান অতিথি এম এ রহিম চৌধুরী
বাঁশখালী জনপদ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নে আলোকিত রায়ছটা'র উদ্যোগে আয়োজিত অলিম্পিক ফুটবল'১৮ইং এর ফাইনাল খেলা শুক্রবার চৌধুরী ঘাট বাগানবাড়ী মাঠে সম্পন্ন হয়েছে।

খেলা পরিচালক মানিকের বাঁশিতে বিকেল ৫টায় ডা. জয়নাল স্মৃতি সংসদ ও কমল কলি স্মৃতি সংসদের খেলা শুরু হয়। এতে প্রতিযোগীতায় ডা. জয়নাল স্মৃতি সংসদকে (২-৩) গোলের ব্যবধানে হারিয়ে কমল কলি স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। এতে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় মামুনুর রশীদ, সেরা গোলদাতা নির্বাচিত হয় সিফাতুল আবেদীন (সিফাত) ও উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয় খলিল খান।

খেলায় উদ্যোক্তা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক এম.এ. রহিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের এই যুব সমাজকে মাদক মুক্ত, জুয়া ও অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনার একমাত্র পথ হল এই খেলাধুলা চর্চা। খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ ও নেতৃত্বের গুনাবলী শিক্ষা দিয়ে থাকে। তাই সমাজে খেলাধুলার প্রয়োজন অপরিসীম।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্তিত ছিলেন, ব্যবসায়ি মহিউদ্দীন, তানজিরুল আলম মানিক, সোহরাব সোহেল, এহেসানুল হক প্রমূখ ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.