গত শুক্রবার অনুষ্ঠিত হাসিয়া পাড়া ইয়াং সোসাইটির ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে এলাকার যুবক, ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পুরস্কার গ্রহণ করেন। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন ব্যবসায়ি বিএম ট্রেডিং এর এস.এম. অলীউল্লাহ নকির, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অফিসার এস.এম. আমানত উল্লাহ নমির, গ্রামিণ সংস্থার অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, এইচকেডি লি. কোম্পানীর এক্সিকিউটিভ মোহাম্মদ হোসেন, আরএস আরএম লি. এর কর্মকর্তা ছৈয়দ দিদারুল আলম রুবেল, কেডিএস লি. এর সিনিয়র এক্সিকিউটিভ এস.এম. নছির মাহমুদ শিশির, আরএমএস কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শরফুদ্দীন সহ প্রমূখ।
সংগঠনের সবাই একটি সুন্দর, শিক্ষিত ও আলোকিত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে সংগঠনের গুরুত্বের সাথে সাথে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
-বাঁশখালীজনপদ২৪ডটকম/এসকেএম-০১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন