বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

চট্টগ্রাম-১৬ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিল করলেন জাফরুল ইসলাম


বিশেষ প্রতিনিধি মো. আব্দুস ছবুর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৬ সংসদীয় বাঁশখালী আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দাখিল (জমা) করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও বাঁশখালীর সাবেক এমপি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।

আজ বুধবার (২৮ নভেম্বর)  চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল আলম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী,  বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাবু চন্দ্র গুপ্ত বড়ুয়া, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ইফতিখার মহসিন,  উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার মোহাম্মদ লোকমান, সিনিয়র সহ-সভাপতি লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, জেলা বিএনপির সংস্কৃতি সম্পাদক লায়ন নাছির উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ব্যানারে বাঁশখালীর সংসদ সদস্য নির্বাচিত হন জাফরুল ইসলাম চৌধুরী। এরপর ১৯৯৬ সালের ১২ জুলাই, ২০০১ সালের ১ অক্টোবর ও সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তিনি ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি এবার মনোনয়ন পেলে বাঁশখালীর মূল সমস্যাগুলো চিহিৃত করে এলাকাবাসীকে কর্মমুখী করে তোলার কথা জানান। এলাকার দারিদ্র্য ঘুচিয়ে জীবন ও জীবিকার সঙ্গে এলাকাবাসীকে সম্পৃক্ত করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.