নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ সালে চট্টগ্রাম সংসদীয় বাঁশখালী-১৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল (জমা) করেন জামায়াত নেতা সাবেক বাঁশখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. জহিরুল ইসলাম।
আজ বুধবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম জেলা প্রসাশক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ এর রিটার্নিং অফিসার মো. ইলিয়াছ হোসেন এর কাছে মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা স্বপদে থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। প্রার্থী হতে হলে তাদের ওই পদ থেকে পদত্যাগ করতে হবে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে অংশ নিতে অধ্যক্ষ জহিরুল ইসলাম উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।
এদিকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করবেন ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক।
অধ্যক্ষ জহিরুল ইসলাম জানান, আমার প্রিয় জনপদ বাঁশখালীর জনসাধারণের জীবন মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, সমৃদ্ধ বাঁশখালী উপহার দিতে আগামী সংসদ নির্বাচনে সকলের সহযোগীতা চাই।
বাঁশখালীজনপদ২৪.কম/রানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন