বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে ইপসার উদ্যোগে কোরিয়ান প্রতিনিধি দলের কর্ম এলাকা পরিদর্শন

জনপদ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে ইপসা কতৃক বাস্তবায়িত দাতা সংস্থা হ্যাবিট্যাট ইন্টারন্যাশনাল কোরিয়া ও বাংলাদেশের প্রতিনিধি দল বুধবার (১৪ নভেম্বর) বাঁশখালীর শেখেরখীল কর্ম এলাকা পরির্দশন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শে‌খেরখীল ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান  মোহাম্মদ ইয়া‌ছিন, হ্যাবিট্যাট ইন্টারন্যাশনাল এর মিস্ হেনা,  হ্যাবিট্যাট বাংলাদেশের সাইমন হালদার চৌধুরী, অাশরাফুল অালম, মাইকেল জাহাঙ্গীর, ইপসা'র প্রজেক্ট কোডিনেটর সাংবাদিক কল্যাণ বড়ুয়া সহ ইপসার প্রতিনিধি দল ও শেখেরখীল এর সকল  ইউপি' সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দাতা সংস্থা হ্যাবিট্যাট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও কোরিয়ার সহযোগিতায় শেখেরখীলে ইপসা' কতৃক ৪২টি টি শেল্টার (বাড়ির কাজ) চলমান র‌য়ে‌ছে।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.