জনপদ ডেস্ক: জনপ্রিয় শিশু-কিশোর পত্রিকা কিশোর পাতার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রসার ও পাঠক তৈরির জন্য গঠিত হয়েছে কিশোর পাতা বিশেষ পাঠক ফোরাম।
গত ২০ নভেম্বর 'কিশোর পাতা'র বিশেষ পাঠক ফোরামের ২০১৮ সেশনের কার্যকরী কমিটি ঘোষিত হয়েছে। বিশিষ্ট কবি ও সাহিত্যিক আসমা আফরিন কে সভাপতি এবং বিশিষ্ট শিশু সাংবাদিক ও শিশু সংগঠক তুষার মাহফুজকে সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
কথাসাহিত্যিক নুশরাত রুমু ও কলাম লেখক তানিয়া আনজুকে সহ-সভাপতি, ক্ষুদে লেখক মেসবাহ শামীমকে সহ-সাধারণ সম্পাদক, সাংবাদিক সীরাত মঞ্জুলকে দপ্তর ও সাংগঠনিক সম্পাদক, ক্ষুদে লেখক রাশেদুল ইসলাম কে সহ-দপ্তর ও সাংগঠনিক সম্পাদক, শিশু সাহিত্যিক আই এইচ তুষারকে সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক, লেখক ও সংগঠক মারিয়া আহমেদ কে অর্থ-আইন ও উন্নয়ন সম্পাদক, ডেইলী সানের নিজস্ব প্রতিবেদক ফারহান আহমেদকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, লেখক নুরুল আজিম ইমতিয়াজ কে প্রচার ও প্রকাশনা সম্পাদক নিযুক্ত করা হয়েছে।
শিক্ষা ও প্রতিভা বিকাশে কিশোর পাতার কার্যক্রমে নবগঠিত এই কমিটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন কিশোর পাতা প্রকাশক মাহফুজুর রহমান। -প্রেস বিজ্ঞপ্তি ।
বাঁশখালীজনপদ২৪.কম/নুআই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন