জনপদ ডেস্ক: বাশঁখালী উপজেলা ক্রিকেট একাডেমীর পরিচালক ও প্রধান কোচ মোহাম্মদ এরশাদ আনোয়ারায় হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে চন্দনাইশ ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লীগে খেলতে যান তার দল নিয়ে। খেলা শেষে ফেরার পথে তিনি ও তার দল আনোয়ারা সরকার হাট এলাকায় যানজটে আটকা পড়েন।
দীর্ঘক্ষন যাবৎ যানজটে আটকে থাকার পর ওই মূহূতে বাড়ি থেকে ফোন আসলে তিনি গাড়ি থেকে নেমে ফোনে কথা বলার এক পর্যায়ে একদল সন্ত্রাসী তাকে মারধর করতে শুরু করে।
সন্ত্রাসীদের কাছ থেকে কারণ জানতে চইলে তারা বলেন 'ইকবাল ভাইয়ের সাথে বেয়াদবি কি জন্য করলি?এই বলে তার উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে পালিয়ে যায়।' তার সাথে থাকা মোবাইল ফোন এবং নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন। ঘটনার পর মোহাম্মদ এরশাদ আনোয়ারা থানা অফিসার ইনর্চাজকে ফোন করলে তিনি থানায় এসে অভিযোগ করার পরামর্শ দেন।
বাঁশখালীজনপদ২৪.কম/রানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন