জনপদ ডেস্ক: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোটের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী'র সমর্থনে উপজেলার কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সির হাটস্থ এলাকায় নির্বাচনী প্রচারণা সভাটি সম্পন্ন হয়।
বুধবার অনুষ্ঠিত পথসভায় নৌকা প্রতীকে মহাজোট সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা স্বাধীনেতার প্রতীক, নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, নৌকা বিশ্বনেত্রী শেখ হাসিনা’র প্রতীক, নৌকা বিজয় হলে দেশের উন্নয়ন হয়, নৌকা উন্নয়নের প্রতীক। ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় বাস্তব, এখন দেশের প্রতিটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, ভিডিওকলে সরাসরি দেখে দেখে বিদেশে স্বজনদের সাথে কথা বলে। কিছু দেশ বিরোধী অসাধু লোকেরা বিশ্ব ব্যাংকে মিথ্যা তথ্য দিয়ে দেশের কোটি-কোটি মানুষের স্বপ্নের সেতু ‘পদ্মা সেতু’র ঋণ স্থাগিত করেছেন, কিন্তু জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের ঋণ অপেক্ষা না করে দেশে অর্থ দিয়ে সেই পদ্মসেতুর নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছেন। এখন সারা বিশ্বের নেতারা বলেছেন, কম সময়ে বাংলাদেশ বহু উন্নত হয়েছে।
তিনি বলেন, বাঁশখালী বাসী’র দির্ঘদীনের একটি বড়দাবী ছিল পশ্চিম বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধ, সেই দির্ঘদীনের স্বপ্ন শেখ হাসিনা সরকার আমার মাধ্যমে করে দিয়েছে। বাঁশখালীর প্রধান সড়ক করে দিয়েছে। বিগত ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারী জামাত-শিবির ও বিএনপি’র তান্ডবে বাঁশখালী উপজেলা পরিষদ, আদালত ভবন ও লালহরী সহ তার ঘর-বাড়ী পুড়ে দিয়েছিল। শেখ হাসিনা সরকার উপজেলা পরিষদ, আদালত ভবন নতুন করে আবার নির্মাণ করে দিয়েছে। আপনাদের কাছে একটাই দাবী এলাকায় অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার আবারও গঠন করার সুযোগ দিন। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আগামী দুই বছরের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের একটি মডেল উপজেলা হবে বাঁশখালী।
ডা. ফারুক আহমদের সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আ.ন.ম ফরহাদুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ওয়াসিকা খানম আয়শা, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যপক আব্দুল গফুর, প্রচার সম্পাদক সরওয়ার কামাল, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াজ উদ্দীন সুমন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ওহিদুল আলম, কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেদার উদ্দীন তালুকদার প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন