জনপদ ডেস্ক: চট্টগ্রামে-১৬ (বাঁশখালী) আসনটিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১১০টি ভোটকেন্দ্র রয়েছে। অতীতের নির্বাচনী সংঘাত, পারিপার্শ্বিক অবস্থা ও প্রার্থীদের বিভিন্ন বিষয়কে বিবেচনায় রেখে বাঁশখালী আসনটিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের অর্ন্তভূক্ত করা হয়েছে।
বাঁশখালীসহ চট্টগ্রাম-১৬ আসনের ১ হাজার ৮শত ৯৯টি ভোটকেন্দ্রের মধ্যে অধিকাংশই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেনা ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। তাছাড়া র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দেবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৮৯৯টি। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর উপর বিশেষ নজরদারি করা হবে। ভোটে নেয়া হবে কঠোর নিরাপত্তা। কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।
ভোট কেন্দ্র পাহারায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে আনসার, গ্রাম পুলিশের মোট ১৪ জন সদস্য নিযুক্ত থাকবেন। এরমধ্যে অস্ত্রসহ পুলিশ একজন, অঙ্গীভূত আনসার ১২ জন ও গ্রাম পুলিশের দু-একজন সদস্য নিযুক্ত থাকবেন। এসব এলাকার গুরুত্বপূর্ণ কেন্দ্রে মোট ১৫ জন ও অস্ত্রসহ তিন-চারজন সদস্য নিযুক্ত থাকবেন। এরমধ্যে অস্ত্রসহ পুলিশ সদস্য থাকবেন ন্যূনতম দুজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন