অনলাইন ডেস্ক:
আগামীকাল সোমবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত হচ্ছে ২০১৮ সালের জুনিয়র স্কুল/দাখিল সাটিফিকেট (জেএসসি-জেডিসি) পরীক্ষা এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাল বেলা ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেএসসি-জেডিসির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। আর সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। তবে আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে সকালে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন দুই মন্ত্রী।
এদিকে, মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের পর পর চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর পরই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ই-মেইলে ফলাফল পাঠিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে, দুপুরে চট্টগ্রাম জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রাথমিক সমাপনীর এবং শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে জেএসসির ফল পাওয়া যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন