বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী অাওয়ামীলীগের বর্ধিত সভায় নৌকায় ভোট চাইলেন :মোসলেম উদ্দিন



এনামুল হক রাশেদী (বিশেষ প্রতিনিধি): বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে অাগামীতেও শেখ হাছিনার সরকার গঠনে সবাইকে নিঃস্বার্থভাবে পরিশ্রম করে বাঁশখালীর প্রতিটি ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কার জন্য ভোট চাইতে হবে। সরকারের উন্নয়নের চিত্র জনগনের সামনে তুলে ধরতে হবে। সাংগঠনিক ঐক্যকে সুদৃঢ় করতে ছোটখাট বিভেদ পরিহার করে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার সমর্থনে মাঠে ময়দানে ঝাপিয়ে পড়তে হবে। 

অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ বাঁশখালী সংসদীয় অাসনে মহাজোট মনোনিত প্রার্থী অালহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নৌকা প্রতিকের সমর্থনে বাঁশখালী উপজেলা অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ অায়োজিত বর্ধিত সভায় প্রধান অথিতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিন জেলা অাওয়ামীলীগের সভাপতি বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন অাহমেদ উপরোক্ত কথাগুলো বলেন।

১২ ডিসেম্বর, বুধবার বিকার ৩ টার সময় পৌর সদরস্থ গ্রীন পার্ক কমিউনিটি সেন্টারে অায়োজিত সভায় সভাপতিত্ব করেন, বাঁশখালী উপজেলা অাওয়ামীলীগের সভাপতি, অাসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী অালহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। সাধারন সম্পাদক অধ্যাপক অাব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিন জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অথিতি ছিলেন, অালহাজ্ব খোরশেদুল অালম, প্রদীপ দাশ, অাবু জাফর, অা্ব্দুল কাদের সুজন, নাছির উদ্দিন, পৌরসভা মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, চৌধুরী মোহাম্মদ গালিব, পুলিন বিহারী সুশীল।

সভাপতির বক্তব্যে অালহাাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী তাঁর বিগত ৫ বছর অামলে বাঁশখালীতে শত শত কোটির উন্নয়নের বিস্তারিত বিবরন উপস্থাপন পুর্বক অাগামীতে বাঁশখালী উপজেলাকে একটি অাদর্শ ও মডেল উপজেলায় পরিনত করতে অাবারো নৌকা মর্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলের প্রতি অনুরোধ ও দোয়া কামনা করেন।
সভায় অারো বক্তব্য রাখেন যথাক্রমে, অাবু সৈয়দ, মহিউদ্দিন চৌধুরী খোকা, শ্যামল কান্তি দাশ, মুজিবুর রহমান চৌধুরী, অধ্যাপক তাজুল ইসলাম, মোজাম্মেল হক সিকদার, এডভোকেট অা,ন,ম শাহাদত অালম, কফিল উদ্দিন, মোহাম্মদ ইয়াছিন, রশিদ অাহামদ চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, এডভোঃ বদরুল হক চৌধুরী, রেহেনা অাক্তার কাজমী, মাহাফুজুর রহমান চৌধুরী, সামশুল অালম সিদ্দিকী, মোস্তাক অালী চৌধুরী, তপন দাশ গুপ্ত, অাব্দুর রাজ্জাক, এডভোঃ তোফাইল বিন হোছাইন প্রমুখ।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.