অনলাইন ডেস্ক: চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী রবিবার (৬ জানুয়ারি)। রাশিয়া, থাইল্যান্ড, চীন, জাপানসহ পূর্ব এশিয়ার একাধিক দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে। পৃথিবীর কোনো জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না।
ভারতের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এশিয়ার একাধিক দেশ থেকে রবিবার এই গ্রহণ দেখা গেলেও ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না।
খবরে বলা হয়, রবিবার পূর্ব এশিয়ার অনেকটা অংশ চাঁদের ছায়ায় থাকবে। দিনের আকাশে তারা দেখা গেলেও এই গ্রহণের সময় পূর্ণগ্রাস গ্রহণের মতো সূর্য সম্পূর্ণভাবে চাঁদের পিছনে চলে যাবে না। গ্রহণের সময় সূর্যের সর্বোচ্চ ৪০ ভাগ চাঁদের পেছনে চলে যাবে। রোববার সকাল ৫টা থেকে ৯টার মধ্যে এই গ্রহণ চলবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে মোট পাঁচটি সূর্য/চন্দ্র গ্রহণ হবে। দুটি চন্দ্রগ্রহণ ও তিনটি সূর্যগ্রহণ। এর মধ্যে মাত্র দুটি গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে। সূত্র-ইন্টারনেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন