বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত!

নিজস্ব প্রতিবেদক: বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার চাম্বল  ইউনিয়নের চাম্বল বাজারে দক্ষিণে ডি আর কমপ্লেক্স সংলগ্ন খান ট্রেডাসের সামনে মঙ্গলবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ৯ টায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন (৪০) নামে যুবকটি নিহত হয়।
 প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেখেরখীল ফাঁড়ির মুখ থেকে তৈলবাহী (চট্টমেট্রো-ড ১১-২৯৭৬) ট্রাকটি চট্টগ্রাম শহরে যাওয়ার পথে চাম্বল বাজারের দক্ষিণে ডি আর কমপ্লেক্স মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছলে উত্তর দিক থেকে মোটরসাইকেল নিয়ে পূর্ব চাম্বল ৮ নং ওয়ার্ড এলাকার ইসলাম চৌধুরীর পুত্র আনোয়ার হোসেন (৪০) আসার পথে ট্রাক ও মোটরসাইকেল এর মুখামুখি সংঘর্ষ হয়।

গুরুত্বর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে  বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে  জরুরী বিভাগে কর্তব্যরত  চিকিৎসক ডাঃ রেশমী বিশ্বাস ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌহিদুল আনোয়ার  তাকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয়রা তৈলবাহী ট্রাকটি আটক করলেও ঘাতক ড্রাইবার পালিয়ে যায়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামাল হোসেন বলেন, চাম্বল বাজার এলাকায় ট্রাকের ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।  ঘটনাস্থালে পুলিশ সোর্স পাঠানো হয়েছে। বর্তমানে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।


[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.