বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

মার্চ মাসেই বাঁশখালীকে বাল্যবিবাহমুক্ত করা হবে: ইউএনও মোমেনা আক্তার

জনপদ ডেস্ক: বাঁশখালীর শেখেরখীল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাল্যবিবাহ নিরোধ, মাদক দমন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে আলোচনা সভা গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাশঁখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। শেখেরখীল ইউনিয়ন পরিষদের সচিব অরুন জয় ধর এর সঞ্চালনে অনুষ্টানে আলোচনায় অংশ নেন বাশঁখালী একাডেমির পরিচালক ও স্থায়ীত্বশীল উন্নয়ন সংগঠন ইপসার কর্মকর্তা সাংবাদিক কল্যাণ বড়ুয়া, শেখেরখীল দারুস সালাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, শেখেরখীল দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম, ঈমামদের পক্ষে মৌলানা মামুনুর রশিদ, লালজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, শেখেরখীল এলাহী বক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম, ইউপি সদস্য সমশুল আলম, সাজ্জাদ হোসেন মাসুদ, ইকবাল হোসেন, সাইফুল আলম প্রমুখ।

সভায় প্রধান অতিথি ছিলেন বাশঁখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন বর্তমান সরকার সর্বক্ষেত্রে উন্নয়নের যে ভুমিকা রাখছে তার সুফল সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাল্যবিবাহ রোধে সবার গুরুপ্তপূর্ণ ভুমিকা রাখতে হবে । আগামী মার্চ মাসের মধ্যে বাশঁখালীকে বাল্যবিবাহমুক্ত ঘোষনা করা হবে। এছাড়া বর্তমান সরকার মাদক ওজঙ্গীবাদকে জিরো টলারেন্স  ঘোষনা করেছে । যারা এসব কাজে জড়াবে তাদের কোন অবস্থায় ছাড় পাবেনা । তিনি সকলের প্রতি আহবান জানান সরকারের পাশাপাশি সবাইকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে । তিনি আরো বলেন শেখেরখীলে স্থায়ীত্বশীল উন্নয়ন সংগঠন ইপসার পক্ষ থেকে ৪২ টি বাড়ি এবং ৮টি নলকুপ স্থাপন করেছে। তাদের আজকের অনুষ্টানের মাধ্যমে ধন্যবাদ জানাই । তারা আগামীতে আরো উন্নয়ন কর্মকান্ড করবে এ এলাকার উন্নয়নের স্বার্থে ।



[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.