বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী সমিতি চট্টগ্রামের কমিটি অনুমোদন লাভ

জনপদ ডেস্ক: চট্টগ্রামস্থ বাঁশখালীবাসীদের প্রাণের সংগঠন বাঁশখালী সমিতি চট্টগ্রামের কার্যনির্বাহী কমিটির সমাজসেবা অধিদফতর, জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম রেজিষ্ট্রেশন শাখা কর্তৃক অনুমোদন লাভ করেছে। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম জেলার উপ পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এই কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। যার স্মারক নং (৪১.০১.১৫০০.০০৩.২২.১০১.১৮.০৩৩৪)।

কমিটি অনুমোদনের চূড়ান্ত কপি তুলে দেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল এমজেএফ, যুগ্ম সম্পাদক নাফিজ মিনহাজ, সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত প্রমুখ।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে  বাঁশখালী সমিতি চট্টগ্রামের কার্যানির্বাহী কমিটি গঠিত হয়। এতে ইউএসটিসির তৎকালীন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়াকে সভাপতি, লায়ন এম আইয়ুবকে সাধারণ সম্পাদক ও লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েলকে অর্থ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।  -প্রেস বিজ্ঞপ্তি।




[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.