বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

আগামীকাল বাঁশখালীতে আসছেন হেফাজত আমির আহমদ শফি ও মহাসচিব জুনাইদ বাবুনগরী

আগামীকাল বাঁশখালীতে আসছেন হেফাজত আমির আল্লামা শাহ্ আহমদ শফি ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদরাসার ৯১তম বার্ষিক মাহফিল  আগামীকাল (বৃহস্পতিবার ১৪ মার্চ) অনুষ্ঠিত হবে।

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বার্ষিক মাহ্ফিলে বর্তমান মুসলিমবিশ্ব পরিস্থিতি ও ইসলামের সার্বিক বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করে দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখগণ কুরআন-হাদীস ভিত্তিক আলোচনা রাখবেন। 

বার্ষিক মাহফিলে দেশ ও জাতির উদ্যেশ্যে  বিশেষ হেদায়াতি বক্তব্য ও  মুনাজাত পরিচালনা করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) চেয়ারম্যান ও আল জামিয়া আল ইসলামিয়া জলদী মখজনুল উলুম মাদরাসার প্রধান পরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। 

মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মুহাদ্দিস আল্লামা জুনাইদ বাবুনগরী সহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার ও দেশখ্যাত বহু আলেম-ওলামা মাশায়েক বৃন্দ।





[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.