বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, রাত পোহালেই বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল


শিব্বির আহমদ রানাঃ সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হচ্ছে। তবে সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাঁচ ধাপে। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ২৪ মার্চ, রবিবার তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে বাঁশখালী উপজেলাতেও।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। গত ২২ মার্চ, শুক্রবার মধ্যরাতে এসব উপজেলায় প্রচার শেষ হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার (২৪ ফেব্রুয়ারি)। এ উপলক্ষ্যে ১১০টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচনী সরঞ্জামাদি, প্রিজাইডিং, পোলিং ও পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। 

নির্বাচনে দায়িত্বপালন করবেন ৩ প্লাটুন বিজিবি, ৫০ জন র‌্যাব, স্বশস্ত্র আনসার ১ প্লাটুন, পিসি ২৪০ জন। এছাড়াও নির্বাচনকালীন সময়ে প্রতি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন অফিসারসহ ৩ পুলিশ। 

প্রতি ইউনিয়নে দায়িত্ব পালন করবেন ১ জন পিসি ও ১ জন এপিসি আনসার বাহিনী, ১০ জন লাঠিসহ আনসার।  স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন পৌরসভা ও ১৪ ইউনিয়নে ৫ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।  প্রতি ইউনিয়নে ওসির নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স, ৩ কেন্দ্র মিলে ১ জন ভ্রাম্যমান পুলিশ পরিদর্শক কাজ করবেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার  মোমেনা আক্তার বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। যদি কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালায় তবে তা কঠোর হস্তে দমন করা হবে। প্রশাসন স্বচ্ছ নির্বাচন ও নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও তিনি জানান।




[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.