জনপদ ডেস্ক: বাঁশখালী উপজেলার চাঁদপুর বেলগাঁও চা বাগানে দরিদ্র ও দুঃস্থ চা শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। এতে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, আফতাব উদ্দীন চৌধুরী, আনোয়ারা উপজেলা সমাজসেবা অফিসার, মোহাম্মদ আলমগীর, বাঁশখালী উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ আলমগীর, বাঁশখালী ও চাঁদপুর বৈলগাঁও চা বাগানের ম্যানেজার আবুল বাশার।
অনুষ্ঠানে চাঁদপুর বৈলগাঁও চা বাগানে কর্মরত ১২৬ জন দরিদ্র ও দুঃস্থ চা শ্রমিকদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা হারে মোট ৬ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন