বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরানের সহযোগীতায় নিশ্চিৎ ভেঙ্গে যাওয়া বিয়ে সম্পন্ন হল


জনপদ ডেস্কঃ পুলিশ! হ্যাঁ পুলিশই! দেশকে বদলে দিতে, মানবতাকে প্রতিষ্টা করতে সৎ, সাহসী, মানবিক পুলিশের বিকল্প নাই। নিশ্চিৎ ভেঙ্গে যাচ্ছে বিয়ে! সে বিয়ে করালেন টাঙ্গাইল, মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ কামরান হোসেন। বিস্তারিত তুলে ধরা হলো তাহার ফেইসবুক টাইমলাইন থেকে: "রমজানের প্রথম রাত, ঘড়িতে তখন ১২.৩০ বাজে। একবারে সেহেরি খেয়ে ঘুমানোর অপেক্ষায় আছি, রুম থেকে একটু একটু আওয়াজ পাচ্ছি আমার অফিস কাম রেসিডেন্স এর সামনে বেশ কিছু লোকজনের আওয়াজ, হট্টগোল আর কান্নাকাটি। গানম্যান কে পাঠালাম দেখতে কি হয়েছে? একদল লোক সাথে নিয়ে সে অফিসে আসলো, বললাম কি সমস্যা? যা বললো তা এরকমঃ ভদ্রলোকের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে হবার কথা ছিল দুপুরে। রান্না,খাবার প্যান্ডেল এবং কনের সাজ সজ্জাও রেডি। বর আসলেই বিয়ে সম্পন্ন হবে। কিন্তু বর আর আসছেনা, অনেক দেরি দেখে কনে পক্ষ যোগাযোগ করলে জানা গেল বর বলছে এই বিয়ে সে করতে পারবেনা? কারন বিস্তারিত সে বলবে না, তবে বিয়ে করা তার সম্ভব না!!! পরে কনে পক্ষের লোকজন বর পক্ষের বাড়িতে গেলে কথাবার্তার এক পর্যায়ে হাতাহাতিতে গড়ানোর অবস্থা!!!উক্ত পরিস্থিতিতে কনে কয়েকবার সুইসাইড করার চেষ্টাও করেছে!!! কনের বাবা নিরুপায় হয়ে এত রাতে সার্কেল অফিসে এসেছে। 

সাথে সাথেই একজন দক্ষ অফিসার পাঠালাম ঘটনাস্থলে, বর পক্ষের লোকজনকে ডেকে পাঠালাম তাদের বক্তব্য কি জানতে। জানা গেল এক বখাটে আজকের বিয়ের কনে কে পছন্দ করতো!পাত্তা না পেয়ে বিয়ে ভন্ডুল করতে একদল বন্ধু নিয়ে বর কে হুমকি ধামকি দিয়েছে! 

অনেকক্ষণ কাউন্সেলিং, ব্যবস্থা নেয়ার আশ্বাস এবং উক্ত বখাটেদের শাস্তি নিশ্চিত সহ রাজি না হলে শাস্তির বিস্তারিত বর্ণনার পর ছেলে পক্ষ রাজি হল, বখাটে আর তার সাঙ্গপাঙ্গরা ততক্ষনে পলাতক! অবশেষে উভয় পক্ষ একসাথে প্রথম রোজার প্রথম সাহরি খেয়ে ধুমধাম করে শেষরাতে বিয়ে সম্পন্ন হলো।

আমার অফিসাররা সহ আমরাও সাহরি খেয়ে নিশ্চিন্ত মনে প্রথম রোজার নিয়ত করলাম। মহান আল্লাহ তায়ালা সবাইকে সঠিক বুঝ দান করুক। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।" 


হুবহুলিংকঃhttps://m.facebook.com/story.php?story_fbid=2369571326436488&id=100001509302656

০৭.০৫.২০১৯
মোঃ কামরান হোসেন
সিনিয়র সহকারী পুলিশ সুপার
মধুপুর সার্কেল, টাঙ্গাইল।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.