বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে অগ্নিকান্ডে ৫ বসতঘর পুড়ে ছাই! ক্ষয়ক্ষতি ২০লক্ষাধিক


জনপদ প্রতিবেদনঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১নং ওয়ার্ডে। গত সোমবার গভীর রাতে সংঘটিত এ অগ্নিকান্ডে নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তাৎক্ষনিক ভাবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন।  

স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে শেখেরখীল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলিম উল্লাহ বাপের বাড়ীর মোজাহেরুল আলম বাদশা, হাসান মুরাদ, মোঃ হোছাইন, মোঃ ইউনুছ ও মোঃ ইউছুপে বাড়িতে অগ্নিকান্ড সংঘটিত হয়। রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বসত ঘরের প্রয়োজনীয় মূল্যবান আসবাবপত্রসহ বিপুল পরিমাণ টাকা পুড়ে ছাই হয়ে যায়। 

এ ঘটনায় সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের শুকনা খাবারসহ প্রয়োজনীয় রসদ সামগ্রী প্রদান করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইয়াছিন।  এ সময় তিনি প্রশাসনের সহযোগিতায় আরো আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ক্ষতিগ্রস্থদের আশ্বাস প্রদান করেন।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষয়ক্ষতি নিরুপণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা প্রদান করা হবে।

বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.