বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হলেন বাঁশখালীর সন্তান ডা. আবীর

মুহাম্মদ রাসেল চৌধুরীঃ ৩৯তম বিসিএস এর ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ, অ্যাসিস্টেন্ট সার্জন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হলেন বাঁশখালীর কৃতি সন্তান ডা. আবীর শাকরান। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ আস্করিয়া পাড়ার ৭নং ওয়ার্ডে জন্ম গ্রহণ করেন আবীর। বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক দায়িত্ব প্রাপ্ত সচিব ড. মুহাম্মদ জাকারিয়ার এক মাত্র সন্তান তিনি।

মেধাবী শিক্ষার্থী হিসেবে সবসময় সফলতার সাক্ষর রেখেছেন তিনি। তিনি চট্টগ্রামস্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এস.এস.সি, নটরডেম কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। পরে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস পাশ করেন কৃতিত্বের সাথে।

বাঁশখালী নিয়ে কি ভাবছেন জানতে চাইলে তিনি জানান, বাঁশখালী একটি বরাবরের মতো অবহেলিত জনপদ। সবসময় বাঁশখালীর মানুষ চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এদের পাশে দাঁড়াতে পারলে, এদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। আমার বাবা চট্টগ্রাম সমিতি ঢাকার সেক্রেটারি ছিলেন, বাঁশখালী সমিতি ঢাকার সভাপতি হিসে দায়িত্বে থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে মানবসেবায় নিয়োজিত রেখেছেন তিনি। আমি বাবার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো এবং জনপদ বাঁশখালীর জন্য কিছু করতে পারাকে সৌভাগ্য মনে করবো।


বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.