স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের বাঁশখালীতে এক সিএনজি অটোরিক্সা চোরকে সিএনজি ছিনতাইকালে গণধোলাই করে স্থানীয়রা থানা পুলিশের কাছে সোপার্দ করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলকুপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তেলিপাড়া রাস্তার মোড়ে। গত শুক্রবার রাত সাড়ে ৯ টায় সিএনজি ছিনতাই করতে গিয়ে ছুরি দিয়ে ড্রাইভারের গলা কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনার সাথে জড়িত ১জনকে আটক করে এলাকাবাসী। অাটককৃত ছিনতাইকারী জালিয়াখালী পুরাতন বাজার এলাকার আঞ্জুমান পাড়ার আব্দুল জাব্বার মাঝির পুত্র মোঃ আব্দুর রহিম (২২) বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত চোরের দল পশ্চিম চাম্বল বাংলাবাজার ডিপুটিঘোনা এলাকার মোঃ ওয়াইদু নামের এক সিএনজির ড্রাইভারে গাড়ি বাংলাবাজার থেকে রিজার্ভ ভাড়া নেয়। তারপর পুরাতনবাজারের দক্ষিণ পাশে তেলি পাড়া এলাকায় আসলে চোরের দল গাড়ী থামিয়ে ড্রাইভারের সাথে ধস্তাধস্তি করে গাড়ী ছিনতাই করে নিয়ে যেতে চাইলে তাতে বাধা দেয় ড্রাইভার। পরে ড্রাইভার স্বোর-চিৎকার শুরু করলে চোরের দল ছুরি দিয়ে ড্রাইভারে গলা কেটে দেয়। ড্রাইভারের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসতে দেখলে চোরের দলের কয়েকজন পালিয়ে গেলেও ১জনকে হাতেনাতে আটকে রাখে এলাকাবাসী। পরে থানা পুলিশের এসআই ফারুখ ছিনতাইকারীকে বাঁশখালী থানায় নিয়ে আসে।
গুরুতর আহত ড্রাইভার ওয়াইদুকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা মেডিকেলে নিয়ে যায়। ড্রাইভারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদারের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি তদন্ত করে ছিনতাইকারীর সাথে জড়িতদের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সাথে জড়িত ছিনতাইকারী আব্দুর রহিম নামের একজনকে আটক করেছে বলে জানান তিনি।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন