জনপদ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ সামাজিক সংগঠন ভাদালিয়া ঈমান-আকীদা সংরক্ষণ পরিষদের অর্থ-সম্পাদক প্রয়াত মাওলানা মুহাম্মদ সুলাইমান (রহঃ) এর স্মরণে পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল বৃহস্পতিবার বিকাল ৩টায় উত্তর জলদী ভাদালিয়া মুহাম্মদ মিধ্যা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
ভাদালিয়া ঈমান আকীদা সংরক্ষণ পরিষদের সভাপতি মাও. নুরুল হক জদীদ এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাও. খলিলুর রহমান, পরিষদের সহ-সভাপতি মাও. আব্দুসত্তার ইসলামবাদী, পরিষদের সাধারণ সম্পাদক, বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক।
মুহাম্মদ হানিফ এর সঞ্চালনায় স্মরণ সভায় কাজী মুহাম্মদ মনছুরুল হক তার বক্তব্যে 'মরহুম মাও. মুঃ সোলাইমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুমের পরিবার পরিজনের পাশে ভাদালিয়া ঈমান আকীদা সংরক্ষণ পরিষদ সবসময় সর্বাত্মক সহযোগীতার হাত বাড়িয়ে দিবে বলে আশ্বাস প্রদান করেন তিনি। জীবদ্দশায় তিনি সংগঠনের নিবেদিত প্রান ছিলেন। সংগঠন সবসময় মরহুমকে মনে রাখবে।'
অন্যন্যদের মধ্যে আলোচনা রাখেন মাও. মোবারক হোসেন আসিফ, মাও. হামিদুল হক, হাফেজ লোকমান, মাও. আবুল কালাম, মাও. ওমর ফারুখ, মাও. আবুতাহের বিন আজীজ, মাও. নুর মুহাম্মদ। এসময় পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। অালোচনা শেষে মরহুমের আত্মার মাহফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাও. নুরুল হক আদিব।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন