বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

পদ্মাসেতু নির্মাণে ছেলেধরা গুজবে কান দিবেন না: বাঁশখালী থানা পুলিশ

স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়েকদিন ধরে চলছে ছেলেধরা গুজব। দেশের বৃহত্তম পদ্মাসেতু নির্মাণ কাজ চলছে পুরোদমে। এই নিয়ে একটি কুচক্র মহল পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ফেইসবুক সহ নানা সামাজিক প্রচার মাধ্যমে। এ মিথ্যা গুজবের সংবাদে আতংক বিরাজ করছে অভিভাবকদের মধ্যে। অনেকেই তাদের সন্তানদের স্কুল-মাদরাসায় পাঠানোও পর্যন্ত বন্ধ করে দিয়েছে ইতোমধ্যে। আবার অনেকের সন্তান পাঠাচ্ছে নানা ভয় ও সংশয় নিয়ে।

পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে এরকম বিষয়টি অবান্তর ও মিথ্যা গুজব বলে জানিয়ে বাঁশখালীবাসীকে গুজবে কান না দেওয়ার জন্য বলেছেন, বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার।

এ নিয়ে গত বুধবার বাঁশখালী থানা ফেইসবুক পেইজে এক বিবৃতিতে তিনি বলেন- 'সারা বাংলাদেশের মত বাঁশখালী থানা এলাকায়ও একটি কুচক্রী মহল "পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে" বলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাইয়া সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষে যে গুজব ছড়ানো  হচ্ছে তা আইনত দন্ডনীয় অপরাধ। গুজব ছড়ানোকারী কোন ব্যক্তি/প্রতিষ্ঠানের তথ্য/সংবাদ পাইলে বাঁশখালী থানায় যোগাযোগ করার জন্য এলাকাবাসির প্রতি অনুরোধ করা হইল।

পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বিষয়টি সম্পূর্ণ গুজব ও অপপ্রচার। গুজবে কেহ কান দেবেন না। ছেলে ধরা সম্পর্কে কোন তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে থানায় সংবাদ প্রদান করার জন্য অনুরোধ করা হইল।"

বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেকে ছেলেধরা নিয়ে নানা খবর ছড়ায়ে দিলেও তা ছিল মিথ্যা গুজব।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
                                                                                                                 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.