শামিম উল্লাহ আদিল, পুইছড়ি প্রতিনিধি: প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব পুইছড়ি হাফেজিয়া সরকারী জুনিয়র হাই স্কুলের সাবেক শিক্ষিকা শায়লা পারভীন চৌধুরী গত ১০জুলাই মৃত্যবরণ করেন। বিভিন্ন মহল, সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
ইউএনও বিভীষণ দাশ মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যে বিবৃতি প্রদান করেছেন তা হুবহু তুলে ধরা হলো- "ছাত্রজীবনে First Day at School প্যারাগ্রাফ লিখেছি বহুবার। প্রতিবারই আমি নোটবইয়ের রেডিমেড প্যারাগ্রাফের পরিবর্তে সত্য কাহিনিটাই লিখতাম। ১৯৯০ সালের জানুয়ারি মাসের কোন একদিনের কথা। সেই প্রথম দেখা হেড স্যার মৌলভী ফোরকান আহমেদ, আর প্রথম ক্লাস টিচার স্কুলের একমাত্র নারী শিক্ষক শায়লা ম্যাডাম। আমরা ম্যাডামের নাম কখনো খেয়ালই করতাম না, তিনি আমাদের কাছে 'ম্যাডাম স্যার' নামেই বেশি পরিচিত ছিলেন। হ্যাঁ, স্কুলে অন্য কোন ম্যাডাম না থাকাই ম্যাডাম বলতে আমরা শুধু তাঁকেই চিনতাম। শুধু স্কুল নয়, পুরো গ্রামে তখন তিনিই ছিলেন একমাত্র নারী শিক্ষিকা। বর্তমানে সারাদেশে অসংখ্য ছাত্র-ছাত্রী রয়েছে তাঁর। ম্যাডাম আমাকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়িয়েছেন এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির শ্রেণিশিক্ষক ছিলেন। বিদ্যালয়ে প্রথম 'অ' 'আ' তিনিই শিখিয়েছিলেন। সর্বশেষ যখন পুইছড়ি হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই, তখনো ম্যাডাম স্কুলে কর্মরত ছিলেন। বেশ কয়েকবছর হয়ে গেল, ম্যাডাম রিটায়ারমেন্টে গেছেন। সেই থেকে বহুবার গ্রামের বাড়ি গেলেও স্কুলে আর যাওয়া হয়নি। আজ ফেইসবুক খুলে বুকের ভিতর হঠাৎ হু হু করে উঠল। আমার মাতৃতুল্য ম্যাডাম আর নেই। চিরতরে চলে গেছেন আমাদের ছেড়ে। সৃষ্টিকর্তার কাছে ম্যাডামের বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করছি।"
উল্লেখ্য, বিভীষণ কান্তি দাশ বাঁশখালীর কৃতি সন্তান। শৈশব থেকে প্রখর মেধার অধিকারী ছিলেন। পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করেন। তিনি ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। বর্তমানে খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে কক্সবাজার জেলাধীন মহেশখালী উপজেলার ভূমি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি নিজের গ্রামকে আলোকিত করতে গ্রামের বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত আছেন এবং প্রেষণা দিয়ে, সহযোগীতা অব্যাহত রেখে পুইছড়ি ইউনিয়নের নিজ এলাকায় সাহিত্য প্রতিষ্ঠান পুইছড়ি জ্ঞান চর্চা পাঠাগারের উপদেষ্টা হিসেবে নিয়োজিত রয়েছে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন