মুহাম্মদ সাঈদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের পাইরাং এলাকায় লবনের গাড়ি উল্টে পুকুরে পড়ে লবন পানিতে বিলীন হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় বাঁশখালী উপজেলার পাইরাং অইট্টাল তলার পশ্চিমে লবন ভর্তি চট্ট মেট্রো ১১-৩৫৩১ নাম্বারের ১টনা পিকাপ গাড়িটি বাঁশখালী জলদি পাবলিক স্কুলের প্রাইভেট মাইক্রোবাসের সাথে মুখোমুখি হয়। ছাত্র-ছাত্রী পরিবহনের মাইক্রোবাসটিকে দ্রুত সাইট দিতে গিয়ে লবন ভর্তি পিকাপটি উল্টে পুকুরে পড়ে যায়। ছাত্র-ছাত্রী বহন করা মাইক্রোবাসটি বড় দূর্ঘটনার কবল থেকে বেঁচে যায়। পিকাপটি আলী ইসলামের বাড়ীর সামনে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে গেলেও গাড়িতে থাকা ড্রাইভারসহ কেউ হতাহত হয়নি। তবে গাড়িতে থাকা ৫২ মণ লবনের মধ্যে প্রায় ৩২ মণ লবন পানি হয়ে যাওয়ার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এমনটাই বক্তব্য হারুন বাজার এলাকার ড্রাইভার জাফর ও লবণ ব্যবসায়ী ছাবের আহমেদের। ড্রাইভার জাফর ও লবন ব্যবসায়ী ছাবের আরো বলেন, লবণ পানি হয়ে ক্ষয়ক্ষতি হলেও বড় দূর্ঘটনা থেকে বেঁচে যাওয়ায় আমরা তেমন চিন্তিত নয়।
এবিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্র-ছাত্রী বহন করা স্কুলের মাইক্রোবাসটি বড় ধরনের দূর্ঘটনা থেকে বেঁচে গেছে। এই পিকাপ টি ১টনা গাড়ি ১টনা গাড়িতে ২টন মাল বোঝাই করাও দূর্ঘটনার অন্যতম কারণ বলে জানান।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন