জনপদ প্রতিনিধিঃ বাঁশখালীতে সাধনপুর ইউনিয়নে বৃহস্পতিবার (২৫ জুলাই) সংরক্ষিত আসনে মহিলা প্রার্থীর শূন্য আসনে ৩টি ভোট কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিগত ১৫ এপ্রিল ইউপি সদস্য পার্বতী দে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়াাই এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলা বিভিন্ন ইউনিয়নে গত ২০১৭ সালের ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সাধনপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডে সংরক্ষিত আসনে ইউপি সদস্য পার্বতী দে বিজয়ী হয়। গত ১৫ এপ্রিল সাধনপুর বাড়ি যাওয়ার পথে ট্রাক চাপায় মৃত্যু হলে নির্বাচন কমিশন পুনরায় উপনির্বাচন ঘোষনা দেন।
বৃহস্পতিবার ২নং সাধনপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের (সংরক্ষিত মহিলা সদস্য) পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অপর্ণা চৌধুরী মাইক প্রতীকে ১৩শত ৪২ ভোট পেয়ে বিজয় লাভ করেন। অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী দ্বীপ্তি দাশ বই মার্কায় পেয়েছেন ১হাজার ৭৩ ভোট।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন