বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

এক কলেজেই শিক্ষাসেবা দিয়ে যাচ্ছেন বাঁশখালীর ৫ তারকা| বাঁশখালী জনপদ24.কম

শামীম উল্লাহ্ আদিল, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পাঁচ (৫) কৃতিসন্তান হাটহাজারী সরকারি কলেজের প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একজন অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ফয়জুল হক। তার গ্রামের বাড়ি পুইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে। তিনি ওই গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল আজিজ এর সুযোগ্য সন্তান। যিনি পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসা থেকে দাখিল এবং চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা থেকে আলিম পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স-মাস্টার্স পাশ করেন। তিনি সামাজিক সংগঠন বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম (বাফাচ) এর সাধারণ সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। 

একই ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন, মায়মুন আহমেদ। তিনি উপজেলার বাঁশখালী পৌরসভার কৃতিসন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স-মাস্টার্স পাশ করেন। 

একাউন্টিং ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন, রবিন চক্রবর্তী। তার গ্রামের বাড়ি বৈলছড়ি ইউনিয়নে। তিনি চট্টগ্রাম কমার্স কলেজ থেকে অনার্স-মাস্টার্স পাশ করেন। 

রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন, দেলাওয়ার হোসাইন। তিনি সরল ইউনিয়নের কৃতি ব্যক্তিত্ব। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স-মাস্টার্স পাশ করেন। 

ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন মনজুর আলী তালুকদার। যিনি বাহারছড়া ইউনিয়নের সন্তান, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন।

জ্ঞানে, কর্মে, সৃজনে এগিয়ে যাচ্ছে অফার সম্ভাবনাময় জনপদ বাঁশখালী। এই ধারা অব্যাহত রেখে দিন দিন সমুজ্জ্বল প্রদীপের আলোয় উজ্জীবিত হোক বাঁশখালী। এই জনপদ থেকে বেড়ে ওঠুক বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদস্থ কর্মকর্তা হিসেবে। বাঁশখালীর গর্বিত সন্তানেরা দেশের বিভিন্ন উপজেলায় আইন, শিক্ষা, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.co

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.