ক্রাইম ডেস্কঃ বাঁশখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭)-এর সঙ্গে বন্দুকযুদ্ধে জাকের আহমদ (৩০) নামে একজন চিহ্নিত অস্ত্রধারী ডাকাত নিহত হয়েছে।
রবিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টায় উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল ফরেষ্ট অফিসের পূর্ব দিকে জঙ্গল চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত ডাকাত দলের সদস্য ৭নং ওয়ার্ডের পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার বাদশা মিয়ার ছেলে। বিগত কয়েকমাস পূর্বে প্রকাশ্যে অস্ত্র সহ জাকেরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক আলোচিত হয়েছিল। চাম্বল জনপদে এদের একটি টিম সবসময় আতংক ছড়াতো।
র্যাব ৭ এর কর্মকর্তা (মেজর) মেহেদী হাসান বলেন, চাম্বলে র্যাব-৭ অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে ডাকাত দলের সাথে বন্দুকযুদ্ধ হয়। এ সময় কুখ্যাত ডাকাত জাকের গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে ১১ টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় চাম্বলের জনমনে স্বস্থি বিরাজ করছে। স্থানীয়দের অনেকে বলেন, সন্ধ্যা হলেই চাম্বল এলাকাকে আতংকের জনপদে পরিণত করে। এদের বিরাট একটা সিন্ডিকেট দীর্ঘদিন থেকে ডাকাতি করে যাচ্ছে। ভূমি দখল, গাছ কর্তনসহ নানা অপরাধ কর্মে তাদের রামরাজত্ব ছিল।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.co
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন