![]() |
ক্যাপশন: খানা-খন্দে ভরা বাঁশখালী বঙ্গবন্ধু স্কুল সড়কের বেহাল দশা।
|
স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের বঙ্গবন্ধু স্কুলে'র যাতায়ত সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে। যাতে করে দৈনিক ২০ হাজারের অধিক লোকজন চলাচলে চরমভাবে দূর্ভোগ আর দূর্গতিতে পড়েছে। সমান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়কটি। খানা-খন্দে ভরেগেছে অর্ধ-কিলোমিটারের সড়কটি। জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়ত করছে ক্ষুদে শিক্ষার্থীরা। কখনও গর্তে পিছলে পড়ে পানিতে ভেসে যাচ্ছে ব্যাগ ভর্তি বই। গেল কত বর্ষা, এখনো সংস্কারের পথ দেখেনি সড়কটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫/৬ বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে স্কুল সড়কটি। আবুল হোসেন সড়কের সলমাইন্যার টেক থেকে মনকিচর জালিয়াখালী নতুন বাজার পর্যন্ত অর্ধ-কিলোমিটার পর্যন্ত স্কুল ও বাজারের যোগাযোগের অন্যতম পুরোনো সড়ক এখনো সংস্কারের মুখ দেখেনি। বিগত বছরে বন্যাবর্ষণের দীর্ঘ সময় পার হলেও যাতায়াতের এ রাস্তা সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষের টনক নড়েনি। যার ফলে বিশাল এলাকার লোকজনকে নানা কষ্ট আর দূর্ভোগের মধ্য দিয়ে প্রতিনিয়ত কাজকর্মে আসা-যাওয়া করতে হচ্ছে। এটি অতিব গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কে যাতায়ত করে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ও তৎসংলগ্ন ওয়াজেদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩ হাজারের অধিক শিক্ষার্থী । তা ছাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাতায়তসহ জালিয়াখালী নতুন বাজারের সংযোগ সড়ক এটি। নানা কষ্ট আর দূর্ভোগের মধ্য দিয়ে যাতায়ত করছে সাধারণ মানুষ থেকে স্কুলের কেমলমতি শিক্ষার্থীরা। এলাকার মানুষ বিষয়টি দেখছেন ভিন্নভাবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলার দিকে আংগুল তুলছেন অনেকেই।
![]() |
ক্যাপশন: খানা-খন্দে ভরা বাঁশখালী বঙ্গবন্ধু স্কুল সড়কের বেহাল দশা।
|
বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুখ বলেন, এ সড়ক বিশাল জনগোষ্টির যাতায়াতের একমাত্র মাধ্যম। স্কুল এবং বাজার এলাকার এই সড়কটি কোন প্রকার সংস্কার না করায় লোকজন চরমভাবে ভোগান্তিতে পড়েছে। সামান্য বৃষ্টিতে দ্বীপের রুপ নেয় সড়কটি। তিনি অতিসত্ত্বর এ সড়কটি সংস্কারের জোর দাবী জানান কতৃপক্ষের নিকট।
শিলকুপ ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর বলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলীকে বেশ কয়েকবার সড়কটির দূর্ভোগ নিয়ে অবহিত করার পরও কোন কাজ হয়নি। বঙ্গবন্ধু স্কুলের নামে সড়ক হওয়া স্বত্বেও সংস্কারের যেন নাম গন্ধ নাই। তবে তিনি সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট এলজিইডি’র নিবাহী প্রকৌশলী ও জনপ্রতিনিধির জরুরী হস্তেক্ষেপ কামনা করেন।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন