ক্রাইম রিপোর্টঃ "যে প্রেম স্বর্গ থেকে এসে, জীবনে অমর হয়ে রয়/ সেই প্রেম আমাকে দিও! জেনে নিও, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়/ তুমি আর আমি, আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়?/ মিলনের সুখে ভরে যায় বুক, সেখানে আছে শুধু সুখ আর সুখ।সেই সুখ আমাকে দিও।" প্রেম নিয়ে কতোশত কবিতা, গান আর উপন্যাস। প্রেম নিয়ে, প্রেমে পড়ে হয়েছে অনেকেই কবি, ভাবুক এমনকি ভবঘুরে। যে প্রেম স্বর্গ থেকে এসে স্বর্গে চলে যায়, সে প্রেম এখন আর নেই। স্বর্গীয় প্রেম সোনার হরিণ।
প্রেমের টানে সুদূর সিলেট থেকে প্রেমিকের সঙ্গে বাঁশখালীতে দেখা করতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক যুবতী। সিলেট থেকে প্রেম যেন বাঁশখালীতে ধর্ষণ! প্রতারক প্রেমিকার বিরোদ্ধে হয়েছে মামলা। মামলায় ওই ধর্ষণের পেছনে সহযোগী হিসেবে তার মামাত ভাই এবং ফুফাত ভাই জড়িত বলে দাবি করা হয়। গত রোববার মামলার বাদী বিউটি আক্তার বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন।
মামলার সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার সদর এলাকার ৬ নাম্বার রায়ছুড়া ইউনিয়নের মৃত নজির হোসেনের কন্যা বিউটি আক্তার মনি (২২) চাকরির জন্য ২০১৪ সালে ডুবাইতে পাড়ি জামান। সেখানে তিনি ওয়াইটার কোম্পানির আওতাধীন রেস্টুরেন্টে মেসিয়ার হিসেবে কাজ করেন।
দুই বছর পূর্বে ডুবাইতে উক্ত রেস্টুরেন্টে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের নুরুল ইসলাম সিকদারের পুত্র মো. রুবেল সিকদারের সঙ্গে বিউটির পরিচয় হয়। রুবেল ৮ বছর যাবৎ ডুবাইতে কর্মরত ছিল। এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এর পর রুবেল তাকে বিয়ের প্রলোভনে ফেলে ১ বছর দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে তাকে বিয়ে করবে বলে গত রমজানের ১ মাস পূর্বে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
এদিকে রুবেল গত ২৫ জুন বাংলাদেশে আসলে তার সাথে সামজিকভাবে বিবাহ হবে বলে আশ্বাস দিয়ে তাকে চট্টগ্রামে আসতে বলে। সেই কথা অনুযায়ী ৭ জুলাই হবিগঞ্জ থেকে চট্টগ্রাম অলংকার মোড় এসে পৌঁছলে রুবেল তাকে সিএনজি ট্যাক্সিযোগে নতুন ব্রিজ এলাকায় নিয়ে আসে। পরবর্তীতে বিউটির কাছে রক্ষিত ৩ লক্ষ টাকা রুবেল নিয়ে নেয়। পরে তাকে একটি ঠিকানা হাতে ধরিয়ে দিয়ে বাসে তুলে দেয়। ঠিকানা অনুযায়ী বিউটি বাঁশখালী পৌঁছলে বাড়িতে কেউ না থাকায় বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে রুবেলের ফুফাত ভাই পরিচয় দিয়ে তাকে পার্শ্ববর্তী তার আরেক ফুফির বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতে রুবেলও আসে। ওই বাড়িতে তাকে ধর্ষণ করা হয়!
পরের দিন তাকে পুনরায় চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বিয়ের কথা তুললে এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে রুবেলের মা, বাবা, ভাই, বোন সবাই তাকে মারধর করে। পরবর্তীতে বাঁশখালী থানা পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে ওই যুবতী বাদী হয়ে বাঁশখালী থানায় ১ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এ ব্যাপারে বিউটি জানান, রুবেল ডুবাই থাকা অবস্থায় আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অসংখ্যবার দৈহিক সম্পর্ক করে। যার ফলে ২ বার আমাকে গর্ভবতী হতে হয়েছে। সে আমাকে দেশে গিয়ে সামাজিকভাবে বিয়ে করার আশ্বাস দিয়ে আমার গর্ভপাত ঘটায়। দেশে এসে বিবাহ করার কথা বলে আমাকে তার গ্রামে নিয়ে গিয়ে আবারো ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের কথা বললে তার মা, বাবা, ভাই বোন সকলে মিলে আমাকে মারধর করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে আমাকে তাদের কবল থেকে থানা পুলিশ উদ্ধার করে। যার ফলে আমি বাদী হয়ে তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদারের সাথে কথা বললে তিনি জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বাঁশখালী থানা পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানা।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন