বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

শিলকুপ টাইমবাজার ব্যবসায়ী সমিতির ইশতেহার ঘোষণাঃ নির্বাচন ৩১ জুলাই

জনপদ ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী কাঁচাবাজার খ্যাত শিলকুপ ইউনিয়নস্থ টাইমবাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন শিলকুপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, টাইমবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকালীন আহ্বায়ক মোহাম্মদ মহসিন।

ইশতেহারে উল্লেখ্য, সভাপতি, সহ-সভাপতি, সাধারাণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, দুজন সদস্যসহ মোট ৭টি পদে কমিটির নির্বাচন  অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দে, বুধবার এ নির্বাচন সম্পন্ন হবে বলে ইশতেহারে ঘোষণা করা হয়েছে।

তাছাড়া ইশতেহারে উল্লেখ থাকে, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই, মঙ্গলবার, ভোটার তালিকা সম্পর্কে অভিযোগ প্রদান করার সময় নির্ধারণ করা হয়েছে ১৭ জুলাই, বুধবার সকাল-১০টা থেকে বিকেল-৫টা পর্যন্ত।চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ জুলাই, বৃহস্পতিবার। মনোনয়ন ফরম বিক্রি করা হবে ১৯ জুলাই, শুক্রবার সকাল-১০টা হতে রাত-১০টা পর্যন্ত সময়ে। মননোয়ন ফরম জমা গ্রহণ করা হবে ২০ জুলাই, শনিবার সকাল-১০টা হতে বিকেল-৫টা পর্যন্ত সময়। মনোনয়ন যাচাইবাছাই ২১ জুলাই, রবিবার সকাল-১০টা থেকে বিকাল-৫টা। মনোয়ন প্রত্যাহার ২২ জুলাই, সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা। প্রতিক বরাদ্ধ করা হবে ২৩ জুলাই, মঙ্গলবার বিকাল ৩টায়।

নির্বাচনী প্রচার প্রচারণা ২৩ জুলাই হতে ২৯ জুলাই রাত ১০টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

শিলকুপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন জানান, যথাসময়ে নির্ধারিত তারিখেই নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচন পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

টাইমবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাফ্ফর আহমদ জানান, দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে সমিতির নির্বাচন দেওয়া সম্ভব হয়নি। তবে ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্টিত হবে।

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সিকদার জানান, গত ১০ সেপ্টেম্বর ২০১২ খ্রিষ্টাব্দে সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছিল। তিন বছর পর পর এ নির্বাচন অনুষ্টিত হয়। মেয়াদ ফূর্তির দীর্ঘ ৪ বছর পর নির্বাচন কেন জানতে চাইলে তিনি জানান, নানা সমস্যার কারণে নির্বাচন যথাসময়ে সম্পন্ন করা সম্ভ হয়নি। এ সমিতির মোট ভোটার সংখ্যা ২শত ৪৩ জন। বাজার সুষ্টুভাবে পরিচালনার জন্য মূলত এ নির্বাচন। চলতি মাসের ৩১ জুলাই নির্ধারিত সময়ে সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হবে।


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.