জাহেদুল ইসলাম মিরাজ, জনপদ প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজলার চাম্বল ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক চাম্বল বাজার থেকে বাংলাবাজার সড়কটি সংস্কার না হওয়ায় বছর জুড়ে জনদুর্ভোগের যেন শেষ নেই। গেল কয়েক বছর ধরে ভাঙ্গা রাস্তাটি সংস্কার না হওয়ায় চরম বিপাকে পড়েছে ওই অঞ্চলের সাধারণ পথচারী, স্কুল-কলেজ, মাদরাসায় পড়ুয়া ছাত্র ছাত্রী। গ্রীষ্মে সড়কে খানা-খন্দকে বছর জুড়েই যাচ্ছে তা। এহেন বর্ষায় রাস্তাটিতে চলাচল করা যেন হুমকি হয়ে দাঁড়িয়েছ। চাম্বল থেকে বাংলাবাজার সড়কটির জন্য গ্রামের জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। স্থানীয় জনগণ বার বার বিভিন্ন মাধ্যমে সড়ক সংসস্কারের দাবী জানালেও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে কেউ রাস্তাটি সংস্কার কাজে এগিয়ে আসেনি আজবধি। চাম্বল-বাংলাবাজার সড়কটি প্রায় ৪-৫ কিলোমিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রধানসড়কের সাথে লিংক হওয়ায় সড়কটি বেশ গুরুত্বপূর্ণ।
বর্তমানে সড়কের বেহাল অবস্থা। সড়কের বড় বড় গর্তগুলোই আজ মরণ ফাঁদ। সড়কটি এখন বিলীন হওয়ার পথে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো রুপ নেয় ছোট ছোট দ্বীপের। ওই সড়কে পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যার ফলে বর্ষা মৌসুম আসলেই এলাকাবাসীর চরম দূর্ভোগ যেন রীতিমতো শিরোনামে! বাঁশখালীর প্রধানসড়কটিই যেমন তেমন হলেও অভ্যন্তরিণ সড়কটি পায়নি উন্নয়নেরর ছোঁয়া। কবে নাগাদ সড়কটি সংস্কারের পথ দেখবে তা নিয়ে প্রশ্ন জনমনে। উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কতৃপক্ষ ও জনপ্রতিনিধির হস্তক্ষেপ কামনা করে স্থানীয়রা। অনেকেই আশংকা প্রকাশ করছে যে কোন সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বহুল জনগোষ্টির সড়কটি।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন