বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

শিলকুপ ইউনিয়নে ডেঙ্গুপ্রতিরোধে সামাজিক সতর্কতা বিষয়ক র্যালী ও আলোচনা সভা

জনপদ ডেস্কঃ বৃহস্পতিবার বিকাল ৩টায় শিলকুপ ইউনিয়ন পরিষদ চত্বর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ক র্যালী উদযাপন শেষে আলোচনা সভা পরিষদের হলরুমে  সম্পন্ন হয়েছে।

ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মদ রহিম উল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মহসিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ছিদ্দিক আকবর বাহাদুর, নাজিম উদ্দিন, আব্দুর রহিম, মোঃ ইউছুফ, রাশেদ নুরী, ফিরোজ সিকদার, জাফর আলম, রাবেয়া বেগম, ফরিদা ইয়াছমিন, ওয়াজেদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুপ্রিয়া বড়ুয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, ডেঙ্গু একটি প্রাকৃতিক মহামারী। তবে, আমাদের সচেতনতায় আসু বিপদ থেকে রক্ষা পাবে পরিপার্শ্বের লোকজন এমনকি আমরা নিজেরাও। বাড়ীর আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। স্ব স্ব ইউপি সদদস্যগণ এ বিষয়ে তাদের নিজ নিজ ওয়ার্ডে মশার বাহন ঝোপ ঝাড়, নালা পরিস্কার করার ব্যাপারে জনগণকে সচেতন করবেন। আমরা সচেতন হলে যে কোন আসু বিপদ থেকে নিজেদের সুরক্ষা করা সম্ভব বলে জানান তিনি। তবে বাঁশখালীতে এখনো পর্যন্ত ডেঙ্গু রোগ সনাক্ত হয়নি। সবসময় সতর্ক থাকতে হবে আমাদেরকে। ডেঙ্গু জ্বরের সংক্রমণ রোধে সচেতন হোন। ডেঙ্গুর মশা স্বচ্ছ পানিতে এডিস পাড়ে। ময়লা দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি এদের পছন্দ নয়। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.