বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীর শিলকুপে অগ্নিকান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই!

শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ টি পরিবারের ৬টি বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়েগেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলকুপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ১নং ওয়ার্ডের জদা বাপের বাড়ীতে।

গত বৃহস্পতিবার (২৯ আগস্ট ) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে রাত ১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সর্বস্ব পুড়ে শেষ হয়ে যায়। সংঘটিত এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১কোটি ৫০ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়।

স্থানীয়সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মোঃ মোস্তাক প্রকাশ টুনু মিয়ার পুত্র মোঃ হাছান নুর, মোঃ হোছাইন নুর, স্ত্রী নুর জাহান; মৃত নুরুল হক'র পুত্র মোক্তার আহমদ, আবচার উদ্দীন, আজগর হোসেন; মৃত গোলাম রসূল'র পুত্র মোঃ এরশাদ, আহমদ কবির, স্ত্রী আরজ খাতুন সহ ওই এলাকার ৯টি পরিবারের ৬টি বসতঘরসহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাফর আলম জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের মাথা গুজানোর একমাত্র বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এমনকি নগদ টাকা, স্বর্ণালংকারসহ গৃহপালিত পশু পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। অাগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৪-৬ জন গুরুতর আহত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত আসলেও সড়কের সংকোচন ও বেহাল অবস্থার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ আব্দুর রহিম।


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.