জনপদ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউপিতে ফের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুহাম্মদ ইরান (৩৩) নামে একাধিক অস্ত্র ও ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) ভোর সকালে বাঁশখালীর চাম্বল এলাকায় র্যাবের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বিশেষ সূত্রে জানা যায়, নিহত মুহাম্মদ ইরান সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। সে পূর্ব চাম্বল এলাকার সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের পুত্র। গোপন সূত্রে ডাকাত দলের অবস্থান জানতে পেরে র্যাবের একটি টিম পূর্ব চাম্বল এলাকায় অভিযান চালায়। এতে র্যাবের সাথে বন্ধুক যুদ্ধে ডাকাত ইরান নিহত হয়। এসময় একটি বিদেশী পিস্তল, ১৩ টি অাগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭' র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাশকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমাদের টিম পূর্ব চাম্বল এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় আমাদের অবস্থান জানতে পেরে ইরান ও তার সহযোগিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন