প্রেসবিজ্ঞপ্তি:
দলের নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। আওয়ামী হায়েনার কারাগারে আজ শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্ধী নন দেশবাসী আজ সরকারের অদৃশ্য কারাগারে বন্ধী রয়েছে। এ হায়েনার বন্ধী দশা হতে মুক্তি পেতে হলে গণআন্দোলনের বিকল্প নেই। দেশে সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বললেই নির্যাতনের শিকার হতে হয়, হামলা-মামলার শিকার হতে হয়। এমনকি দেশের পক্ষে কথা বলার কারণে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরারকে শহীদ হতে হয়েছে। আমরা আবরার হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি সাথে সাথে এ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবি করছি।
চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির নব-গঠিত কমিটির আহ্বায়ক জনাব আবু সুফিয়ান গত বৃহস্পতিবার সন্ধায় নগরীর চাঁন্দগাও আবাসিকস্থ বাসভবনে জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত বক্তব্য রাখেন। এসময় জনাব আবু সুফিয়ান আরো বলেন, ত্যাগী নেতা-কর্মীদের দলে মূল্যায়ন করা হবে। খুব শীগ্রই দেশের মানুষ গণবিষ্ফোরণের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে এ দেশে সত্য এবং ন্যায়ের সরকার প্রতিষ্ঠা করবে।
গত বৃহস্পতিবার ৯ অক্টোবর সন্ধ্যায় জেলা বিএনপির সদ্য বিদায়ী ক্রীড়া সম্পাদক এডভোকেট শওকত ওসমানের নেতৃত্বে বিএনপি, যুবদল, ওলামা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস, সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক খান, চাঁদগাও থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লিপু, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম উদ্দিন, বাঁশখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার আজিম, সরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, জেলা যুব দলের সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মাষ্টার মোক্তার আহমেদ, বিএনপি নেতা মো. আবদুর রশিদ, মাষ্টার লোকমান হাকিম, যুবদল নেতা শওকত, সেলিম চৌধুরী, ওলামাদল নেতা মাওলানা আবদুল করিম, জেলা ছাত্রদল নেতা এডভোকেট মাহমুদুল ইসলাম, আবদুস সবুর, চৌধুরী এম. এ ওয়াহাব, এরশাদ ও আবদুল্লাহ প্রমূখ।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন