বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী পৌর মেয়রের দুর্নীতির বিরুদ্ধে আন্দােলনে সহযোগীতা কামনা:কাউন্সিলর বাবলা দাশ

প্রিয় পৌরবাসী!
সবাইকে আমার আদাব ও নমস্কার রইল। আপনারা সবাই অবগত আছেন যে, প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। রাস্তাঘাট, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা ,গাড়ির বাস স্টেশন, স্যানিটেশন, পৌর বিচার বিভাগ, উন্নয়ন প্রকল্পসমূহ, বাজেট বইতে শতভাগ (১০০%) কাজ বাস্তবায়ন হয়েছে উল্লেখ আছে। সরজমিনে গিয়ে দেখা যায় প্রকল্পের কাজ ২৫% বাস্তবায়ন হয়েছে। কোটেশন এর মাধ্যমে আরও অনেক ভুয়া প্রকল্প করে টাকা উত্তোলন করেছে। যার সব তথ্য আমার কাছে প্রমাণসহ আছে।
         
আমরা ইতোমোধ্যে প্রশাসনিক সকল দপ্তরে অভিযোগ পাঠিয়েছি। ইতোমধ্যে কিছু তদন্ত  টিম আত্মসাৎ'র ব্যাপারে  প্রাথমিক সত্যতার প্রমাণ পেয়েছেন এবং  উচ্চ পর্যায়ে তদন্ত টিম সরেজমিনে আসতেছে। রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের টাকা দুর্নীতি করেছে মেয়র।

সম্প্রতি ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। যেখানে স্থানীয় সরকারের কোন নিয়মনীতির তোয়াক্কা করেন নি মেয়র। জনতার সরব উপস্থিতি তো ছিলনা, এমনকি প্যানেল মেয়রসহ ছয় কান্সিলর ওই বাজেট ঘোষণা অনুষ্টানে উপস্থিত ছিলেন না। অনেকেরই অভিযোগ ছিল তাদের কোন চিঠি প্রদান করা হয়নি। ভুয়া কোটেশন দেখিয়ে যে বাজেট প্রণয়ন করেছে তা পৌরবাসীর সাথে প্রতারণার শামীল। পৌরবাসীর ভাগ্যের কী নির্মম পরিহাস, পৌরসভা প্রতিষ্টার পর থেকে আজো কোন অবকাঠামোগত উন্নয়ন হয়নি। সড়ক যোগাযোগের যে বেহাল দশা তা মান্ধাতার আমলকে হার মানাবে।

মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিবিরোধী অভিযানে সফল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ত্যাগী নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের পুরো সমর্থন আছে।

সর্বশেষ  পৌরবাসীর  কাছে আমার বিনীত অনুরোধ, পৌরসভার স্বার্থে দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন ও সহযোগিতা কামনা করি।     
                                                          (জয় বাংলা জয় বঙ্গবন্ধু)

      বাবলা কুমার দাশ
বাঁশখালী পৌর কাউন্সিলর
        (৮ নং ওয়ার্ডে)

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.