শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরমেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর বিরোদ্ধে নানা দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় দুদকের একটি টিম প্রাথমিক তদন্তের জন্য আসেন। এসময় দুদকের চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মোঃ হুমায়ুন কবির ও টিম লিডার রতন কুমার দাশ প্রাথমিকভাবে তথ্য কালেক্ট করছেন বলে জানান।
দুদক সহকারী পরিচালক হুমায়ন কবির বলেন, বেশকিছু অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে আমাদের আসা। সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে আমরা বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করছি। পরবর্তী আরো তদন্ত করে বিস্তারিত জানাবো।কাগজপত্র নিয়ে যাচ্ছি, কমিশন বরাবর আমরা লিখিত তথ্য দিবো। এসময় পৌর গোডাউনে বিজিএফএর চাল বিতরণ না করে জমিয়ে রাখার বিষয়টি জানান তিনি।
এসময় পৌরসভায় চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া, বিচার নিষ্পত্তির টাকা ফেরত না দেওয়ার অভিযোগ নিয়েও বেশ কয়েকজন অভিযোগকারীকে দেখা যায়।
উল্লেখ্য, বাঁশখালী পৌরসভা মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে পৌর পরিষদের মাসিক সভায় কাউন্সিলরদের মতামত কিংবা পরামর্শ মেয়র এড়িয়ে চলেন ও টেন্ডারে অনিয়ম, অর্থ আত্মসাৎ, অবৈধ নিয়োগ প্রদান, ঘুষ গ্রহণসহ খাসকামরার নামে অফিসের পাশে আলাদা একটি কক্ষে মহিলা কর্মচারীদের সঙ্গে অনৈতিক আচরণ সংক্রান্তসহ ১২টি অভিযোগ করেছেন। অভিযোগকারীরা হলেন- ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ দেলোয়ার হোছাইন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা কুমার দাশ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দীলিপ চক্রবর্তী ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল কবির সিকদার।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন